
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জেতার ২৪ ঘণ্টার মধ্যেই আবার ইন্টারনেটের দখল নিলেন ডি গুকেশ। দেশের কনিষ্ঠতম বিশ্বচ্যাম্পিয়ন ট্রফি পেয়েই তুলে দিলেন মা, বাবার হাতে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ফিডের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে গুকেশের ট্রফি নেওয়া এবং সেটা সঙ্গে সঙ্গে নিজের মা, বাবার হাতে তুলে দেওয়ার ভিডিও পোস্ট হয়েছে। যা মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের। গুকেশ ট্রফি নেওয়ার সময় করতালিতে ফেটে পড়ে অডিটোরিয়াম। স্টেজ থেকে নেমে দর্শক আসনে বসেই পেছনে নিজের ট্রফি পাস করে দেন। ট্রফি স্পর্শ করেই তাতে চুম্বন করেন গুকেশের মা। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
আগের দিন চ্যাম্পিয়ন হওয়ার পর সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন জানান, এটাই তাঁর জীবনের সেরা মুহূর্ত। গুকেশের ১৪তম গেম জেতা নিয়ে বিতর্কের ঝড় বইছে। চলছে সমালোচনাও। তবে তাতে কর্ণপাত করতে চান না বিশ্বনাথন আনন্দের উত্তরসূরি। জানান, বড় ম্যাচ শুধুমাত্র বোর্ডের খেলার ওপর নির্ভর করে না। চারিত্রিক দৃঢ়তা বড় ফ্যাক্টর। যা তাঁর যথেষ্ট পরিমাণে রয়েছে। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন এবং ভ্লাদিমির ক্রামনিক বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলার মান নিয়ে খুশি নন। কার্লসেন জানান, খেলা দেখে মনে হচ্ছিল, ওপেন টুর্নামেন্টের দ্বিতীয় বা তৃতীয় রাউন্ডের খেলা চলছে। কার্লসেনের মন্তব্যে কি আহত হয়েছেন তরুণ দাবাড়ু?
এই প্রসঙ্গে গুকেশ বলেন, 'সেরকম নয়। হয়তো কয়েকটা গেমের মান তেমন ভাল ছিল না। তবে আমার মনে হয় বিশ্ব চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো শুধুমাত্র কেমন খেললাম তার ওপর নির্ভর করে না। মানসিক দৃঢ়তারও পরীক্ষা হয়। আমার মনে হয় সেটা আমি ভালভাবেই প্রমাণ করেছি। খেলা অবশ্য খুব উচ্চমানের ছিল না, যা আমি চেয়েছিলাম। কারণ এটা আমার কাছে নতুন অভিজ্ঞতা। ওয়ার্কলোড আলাদা ছিল, চাপ আলাদা ছিল। বুঝতে পারছি মাঝে বেশ কয়েকবার আমি পথ হারাই। তবে আসল সময় আমি সঠিক চাল চালতে পেরেছি। তাই আমি খুশি।' ছাত্রকে সমালোচনায় কর্ণপাত না করার পরামর্শ দেন বিশ্বনাথন আনন্দ।
তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার
এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন
টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে
'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?
'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ
ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও
কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ
ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের
ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ
এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?